কৃষকের ধান কেটে দিলেন রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৮, ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ /
কৃষকের ধান কেটে দিলেন রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা
সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী)
আওয়ামী লীগের সভানেত্রী,প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা এবং বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের আহ্বানে চলতি বোরো মৌসুমে শেষ দিকে এসে
দরিদ্র এক কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের কর্মী মো: ওয়ালিদুর রহমান।
ছাত্রলীগ নেতা ওয়ালিদুরের নেতৃত্বে ছাত্রলীগের আট – দশ জন নেতাকর্মী জোটবদ্ধ হয়ে এদিন সকালে ২৮ মে (রবিবার) গোদাগাড়ী  উপজেলার মাটিকাটা ইউনিয়নের এক দারিদ্র অসহায় কৃষকের পড়ে থাকা প্রায় ১ বিঘা জমির ধান কাটা শুরু করে,ধান কাটা শেষ হলে পরে তা মাথায় করে কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়।
ছাত্রলীগ নেতা ওয়ালিদুর বলেন,চলতি বোরো মৌসুমের শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে,আমরা জেলা ছাত্রলীগের আট, দশ জন নেতাকর্মী মিলে প্রাকৃতিক দুর্যোগ এর কথা ভেবে কৃষকের ফসলের যেন ক্ষতি না হয় এটা মাথায় রেখে বিভিন্ন ইউপি তে ইউপি তে গিয়ে অসহায়,দারিদ্র কৃষকের ধান কেটে তা কৃষকের ঘরে পৌঁছে দিয়েছি, তারই ধারাবাহিকতায় গত কাল রাতে মাটিকাটা ইউপি এর এক অসহায় কৃষকের ধান জমিতে আছে বলে জানতে পারি আমরা এবং কৃষকের সাথে যোগাযোগ করে এদিন সকলে তার ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগ।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com