রামপালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ১০:৪৮ অপরাহ্ণ /
রামপালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে (১৭ মার্চ ২০২৩) সকাল ৯.০০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।  এরপর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও   শিক্ষার্থীদের নিয়ে এক র‌্যালী বের করা হয়।  র‌্যালী শেষে  রামপাল উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ ও  রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মোঃ সামছুদ্দীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন   সহকারি কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল ওহাব, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি (তদন্ত) রাধে শ্যাম সরকার,  রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মজনুর রহমান,
 উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস,  উপজেলা কৃষি কর্তকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান, রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার,   ওয়াল্ড ভিশনের এরিয়া ম্যানেজার ফুলি সরকার   উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে  বিভিন্ন স্কুলের নিয়ে আনুষ্ঠানিক ভাবে  কেক কাটা হয় এবং দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com