চিনি ক্রয়ে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ৭:২৪ অপরাহ্ণ /
চিনি ক্রয়ে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ 
রামপাল ( বাগেরহাট ) প্রতিনিধি
চিনি একটি অতি প্রয়োজনীয় দ্রব‍্য। দিনের শুরু থেকে যার ব‍্যাবহার শুরু হয় চিনি ছাড়া একটি দিন ও যেন কল্পনা করা যায় না
কিন্তু তার দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যা বর্তমানে নিম্ন আয়ের মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে।
গত ৬ মাসে ধাপে ধাপে মূল‍্য বৃদ্ধি পেয়ে প্রায় দেড় গুণে এসেছে। বতর্মান খোলা বাজারে প্রতি কেজি চিনি ১১৫ টাকা করে বিক্রি হচ্ছে এবং পাইকারি ১০৮-১১০ টাকা যা কয়েক মাস আগে খোলা বাজারে ৮০ – ৮৫ টাকায় এবং পাইকারি ৬৮-৭৫ টাকা করে বিক্রি হয়েছে। গত সপ্তাহে ও খোলা বাজারে বিক্রি হয়েছে প্রতি কেজি ১১০ টাকা করে
এদিকে বাগেরহাটের মানুষের প্রধান আয়ের উৎস বাগদা চিংড়ি কিন্তু তাতে গত কয়েক মাস ধরে মাটির ধরে বিক্রি হচ্ছে সেকারণে আর্থিক সমস‍্যার মধ‍্যে এলাকা অধিকাংশ জনগন।
তার পর বাজারের নিত‍্য প্রয়োজনীয় পণ‍্যের মূল‍্য বৃদ্ধিতে তাদের সংসার চালাতে হিমশিম খেত হচ্ছে।
বিশেষ করে চা – পানের দোকানিরা পড়েছে চরম ক্ষতির মুখে
এসব দোকানে বিশেষ করে চা- পান সিগারেট বেশি বিক্রি হয়ে থাকে কিন্তু শীত মৌসুম আসায় পানের মৃল‍্য দুই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে প্রতিবছরের ন‍্যায়।
চা বিক্রি করতে গিয়ে চিনির মূল‍্য বৃদ্ধির জন্য লাভের মুখ দেখতে পারছে না চা -পানের দোকানিরা।
ফলে হিমশিম খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের এই চিনি ক্রম করতে গিয়ে
সাধারণ জনগণ বলেন সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অতি প্রয়োজনীয় এই পণ‍্যটির মূল‍‍্য স্বাভাবিক করা হোক।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com