সুখ খুঁজতে গিয়ে দুঃখের দেখা


মেহেদী হাসান মিথুন প্রকাশের সময় : মে ২৩, ২০২৩, ৩:২৬ অপরাহ্ণ /
সুখ খুঁজতে গিয়ে দুঃখের দেখা

মেহেদী হাসানঃ-

কে না চায় জীবনে সুখে থাকতে। পরিবার নিয়ে সুন্দর ভাবে বাঁচতে। প্রতিটা মানুষ চায় কিন্তু নিজের ভুলের কারনে যখন সুখ খুঁজতে গিয়ে দুঃখের দেখা পায়।তখন কিন্তু সম্পুর্ণটাই বিপরীত মুখি হয়।

বলছি আমার নিজের কথাই! পরিবারে স্বপ্ন ছিলো ছেলে সরকারি চাকরি করবে।কিন্তু সেই চাকরি করতে গিয়েই পরিবারের সব কিছু শেষ করে দিলাম।
এখন বইছি শুধু দুংখ আর ভাবছি সুখ খুঁজতে গিয়ে পেলাম শুরু দুঃখ।

জীবনে ভুল যখন করেছি সেটিকে শুধরে তো নিতে হবে। কিন্তু সেই রাস্তাটাও এখন বন্ধ।
আপনি এটা লক্ষ্য করবেন যে,যখন আপনি বিপদে পরবেন সব রাস্তা বন্ধ পাবেন।কোনখানে যাওয়ার পথ খুঁজে পাবেন না।চারদিক থেকে নাই নাই নাই।মনে হবে পুরো পৃথিবী আপনার শত্রু হয়ে গিয়েছে। কিন্তু আপনাকে হাল ছেড়ে দিলে চলবে না। খুঁজতে হবে কষ্ট করতে হবে অনেক দৌড়াদৌড়ি করতে হবে।তারপরেই আপনি সফল হবেন।

তবে সর্বশেষ একটি কথা এই ভুলটি করিয়েন না।যে ভুলটি করলে আপনার পরিবার বিপদে পরবে।আপনাকে আফসোস করতে হবে।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com