পাটগ্রামে শ্মশানের জমি দখল ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৩, ৯:৩৮ অপরাহ্ণ /
পাটগ্রামে শ্মশানের জমি দখল ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা :লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শনিবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৬ টায় শ্মশানের জমি দখল ও জমি নিয়ে অপরাজনীতি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় হিন্দু ধর্মালম্বীরা। সার্বজনীন পৌর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
কেন্দ্রীয় শ্রী শ্রী মা পাটেশ্বরী মন্দিরের মাঠে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সার্বজনীন পাটগ্রাম পৌর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সভাপতি মিলন হিসাবিয়া। এতে বক্তব্য দেন পাটগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য অনুপ কুমার রায় লিটন, পাটগ্রাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রতন কুমার সাহা, পৌর যুবলীগ সভাপতি বিজয় কুমার শুর, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নবনীতা দাস পপি, পাটগ্রাম পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ কুমার হিসাবিয়া, সার্বজনীন পাটগ্রাম পৌর কেন্দ্রীয় মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার নাহা, সাংগঠনিক সম্পাদক বিধান কুমার রায়, পাটগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিব সাহা, পাটগ্রাম কালীমন্দির কমিটির সভাপতি বিপ্লব হিসাবিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পৌর এলাকার বেংকান্দা বালিরবাড়ী এলাকায় মরদেহ দাহ করতে গত ২০০৫ সালে সঠিক নিয়মে কেনা ১৮ শতক জমির মধ্যে আমাদেরই হিন্দু সম্প্রদায়ের ওই এলাকার কয়েকজন দখল করে। দখলকরা লোকদের দিয়ে উপজেলার একজন আওয়ামী নেতা অপরাজনীতি করছে। এতে উপজেলার হিন্দু সম্প্রদায়ের অসন্তোষ দেখা দিয়েছে। যে কোনো সময় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ সময় দ্রæত জমি উদ্ধার ও অপকৌশল বন্ধে প্রশাসনের সহায়তা চান বক্তারা। পরে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত হিন্দু ধর্মালম্বীরা অংশ নেন।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com