পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ২:৫৮ পূর্বাহ্ণ /
পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আত্মহত্যা বর্তমান সমাজব্যবস্থায় একটি নিত্য-নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময়ই শোনা যায় নানা শ্রেনী-পেশার মানুষ আত্মহত্যা করছে। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা নেহায়েত কম নয়। এমনকি দেশের শীর্ষ অবস্থানের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী আত্মহত্যা করেছে। এর অধিকাংশই সামান্য কারণে। এছাড়া শিক্ষক, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সহ নানা বয়সের নানা পেশায় কর্মরত মানুষের মাঝে আত্মহত্যার পরিমাণ বেড়ে চলেছে। বর্তমান সময়ে আত্মহত্যা অনেকটা মহামারীতে রুপ নিয়েছে, তাই আত্মহত্যার প্রবণতা প্রতিরোধে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সুইসাইড প্রিভেশন অর্গানাইজেশন(বিএসপিও), নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

 সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি এম জি রাব্বানী এর কাছে বাংলাদেশ সুইসাইড প্রিভেনশন অর্গানাইজেশন এর কাজের বেপারে জানতে চাইলে তিনি আমাদের কে জানান, “আমরা বিফ্রেন্ডিং মেথড অবলম্বন করে তথা ক্লায়েন্ট এর সাথে ঠিক বন্ধুত্ব তৈরি করে বন্ধুর মতো আচরণ করে ক্লায়েন্ট কে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করে থাকেন এবং ইতিমধ্যে তারা অনলাইন ও অফলাইনের মাধ্যমে বিভিন্ন সময়ে আনুমানিক ১২০ জনের অধিক আত্মহত্যা প্রবণ লোক কে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন। অনলাইন ও অফলাইনে এই কাজটি করে যাচ্ছেন এছাড়াও অনলাইনের মাধ্যমে ২৫০০ জনেরও অধিক লোককে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করেছেন। তিনি আশা প্রকাশ করে আরো বলেন, আমাদের কাজের পরিধি আরো বাড়বে এবং আমরা মানসিক স্বাস্থ্য সেবা একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। যা ইতি মধ্যে মাঠ পর্যায় তাদের কার্যক্রম শুরু করেছেন। এছাড়াও এম জি রাব্বানী আহমেদ এর পরিচালনা ও উপস্থাপনায় ধারাবাহিক ভাবে সাপ্তাহিক ফেসবুক লাইভ প্রোগ্রাম আয়োজিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। প্রোগ্রামে বিভিন্ন শ্রেণীর সম্মানী ব্যক্তি অংশগ্রহন করে গঠন মূলক আলোচনা ও পরামর্শ প্রদান করেন যা জনগণের মাঝে সচেতনতা তৈরিতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক বা গত ১৮ তারিখ ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে পাশে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন । পর্যায়ক্রমে আরো কিছু সামাজিক কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছেন সংস্থাটির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান। তিনি বলেন, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করা এবং ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করা ।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com