
মোঃ রতন মিয়া, পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা;
রংপুরের পীরগঞ্জে শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত ৩১ আগষ্ট শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের স্থানীয় পীরগঞ্জ মহাবিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। এতে ভোটাধিকার বলে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয় চেয়ারম্যান পদে লালদিঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা হারুন আর ইয়াতিমুল (লিটন),ভাইস চেয়ারম্যান পদে কাঁঠালপাড়া সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষক মোঃ উমর ফারুক মিয়া, সাধারণ সম্পাদক পদে পীরেরহাট দাখিল মাদ্রাসার শিক্ষক লুৎফুন্নাহার বেগম, ডিরেক্টর পদে বাঁশপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খন্দকার এরশাদুন্নবী ও পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজের শিক্ষক মাহিদুল ইসলাম,ট্রেজারার পদে হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের আব্দুর রহিম মিয়া নির্বাচিত হন।
আজ (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের প্রধান কার্যালয়ে নবনির্বাচিতদের নিয়ে শপথপাঠ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান পীরগঞ্জ কারিগরি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম। তিনি বর্তমান নব-নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করলেন।
হস্তান্তরকালে তিনি এই প্রতিষ্ঠানকে সামনে দিনগুলোতে আরো ভালোভাবে চালাতে বিভিন্ন ভাবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।