মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা আগেই জানিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ইচ্ছা পূরণে সাহায্য করার ইতিবাচক ইঙ্গিত আগেই দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার সাকিবের দেশে আসার খবরও। এবার, সাকিবকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করল বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।
ভারতের বিপক্ষে সবশেষ দুই টেস্টে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারাতে খুব করে চাইছে নাজমুল হোসেন শান্তর দল। প্রধান কোচ হিসেবে এরই মধ্যে শেষ হয়েছে চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায়। নতুন কোচ ফিল সিমন্স এরই মধ্যে দেশে এসেছেন। গিয়েছেন শেরে বাংলা স্টেডিয়ামেও। ভারত সিরিজ থেকে বাদ পড়েছেন খালেদ আহমেদ।
মিরপুর টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আপনার মতামত লিখুন :