নাবিল শাহরিয়ার বাঁধন,রাজশাহী বিশ্ববিদ্যালয় :-
শিক্ষার্থীবান্ধব প্রো-ভিসি নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রুয়েট) সাধারন শিক্ষার্থীরা।
আজ বিকেল ৪ টা ৪০ মিনিটে রুয়েটের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়
উক্ত সংবাদ সম্মেলনে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সামিন ইয়াছার সাদ নামের এক শিক্ষার্থী দবিগুলো উপস্থাপন করে বলেন, ২৪ এর চেতনাকে ধারণ করে আমরা চাইনা কোনো বৈষম্যকে প্রশ্রয় দিতে।রুয়েটের উপাচার্য নিয়োগে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেয়া হলেও উপ-উপাচার্য নিয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে মূল্যায়ন করা হচ্ছেনা। বিভিন্ন মহল থেকে জানা গেছে যে রুয়েটে উপ-উপাচার্য নিয়োগের প্রস্তুতি চলছে। আমরা এও জেনেছি যে, শিক্ষার্থীদের স্বার্থের পরিপন্থি একজন শিক্ষক কে প্রো ভিসি নিয়োগের ব্যাপারে জোড় প্রচেষ্টা চলছে।
সামিন ইয়াার সাদ আরও জানান গত ২৫ আগস্ট দিবাগত রাতে ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের রক্ষা করার জন্য ঐ শিক্ষক সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান করেন। এমনকি দলীয় বাহিনী নিয়ে থানায় আক্রমণ করার ঘটনাও ঘটান। যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। আমরা এমন শিক্ষককে রুয়েটের উপ-উপাচার্য হিসেবে দেখতে চাইনা।
বৈষম্যহীন বাংলাদেশে একটি মডেল ক্যাম্পাস বিনির্মানে শিক্ষার্থীদের এই দাবিকে আগ্রাহ্য করা হলে রুয়েটের সর্বস্তরের শিক্ষার্থীরা পরবর্তীতে কঠোর আন্দোলনের ডাক দিবে। সর্বোপরি বর্তমান প্রশাসন এবং ক্যাম্পাসকে রুয়েটের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে চলমান তৎপরতা বন্ধ করে শিক্ষার্থীবান্ধব একজন দক্ষ একাডেমিশিয়ান এবং প্রশাসককে প্রো-ভিসি হিসেবে নিয়োগ প্রদানের জোড় দাবি জানাচ্ছি আমরা।
আপনার মতামত লিখুন :