পীরগঞ্জে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক !


dailymukti24 প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৪, ১:৩০ অপরাহ্ন /
পীরগঞ্জে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক !
মোঃ রতন মিয়া,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি;
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় এখন চলছে আলু চাষের মৌসুম। এলাকার কৃষকেরা দিন-রাত পরিশ্রম করে জমি প্রস্তুত, আলু বীজ রোপণ এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর পীরগঞ্জে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৬৭৫০ হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকেরা চাষের উপযুক্ত সময় কাজে লাগাতে নিরলস পরিশ্রম করছেন।

স্থানীয় কৃষক মকবুল হোসেন জানান, “আলু চাষে এবার জমির মাটি বেশ ভালো, তাছাড়া বীজ ও সার পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয়নি। তবে সার ও কীটনাশকের দাম কিছুটা বেশি হওয়ায় আমাদের খরচ বেড়ে গেছে।”

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জান জানান, কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বাড়ানোর জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

কৃষকেরা আশা করছেন, সঠিক পরিচর্যা এবং আবহাওয়ার সহযোগিতায় এ বছর আলুর ভালো ফলন হবে। দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও আলু রপ্তানির আশা করছেন স্থানীয় কৃষি ব্যবসায়ীরা।

এই মৌসুমে আলু চাষের ব্যস্ততায় পুরো পীরগঞ্জ জুড়ে যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।