কালীগঞ্জে কৃষি উপ সহকারীর বিরুদ্ধে অভিযোগ


dailymukti24 প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৪, ৮:০৮ পূর্বাহ্ন /
কালীগঞ্জে কৃষি উপ সহকারীর বিরুদ্ধে অভিযোগ

লালমনিরহাটের কালীগঞ্জে কৃষি উপ-সহকারী খুরশিদা আক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক।

আজ ২৬ শে নভেম্বর মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর এই অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষকের পক্ষে চাষীখ্যাত চাষী জহির রায়হান।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ভোটমারী ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ড ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি উপসহকারী কর্মকর্তা খুরশিদা আক্তার অত্র ব্লকে যোগদানের পর হতে মাঠে কাজ না করে বেতন উত্তোলন করেন। জানাগেছে একই ইউনিয়নে তার স্বামী একই পদে কর্মরত ফরিদহল ইসলাম তার স্ত্রীর ব্লকের কাজও তিনি করেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, খুরশিদা আক্তার প্রকৃত কৃষকদের না দিয়ে নিজের চাকুরী নিজের মতো করে দায়িত্ব পালন করতে তিনি বিভিন্ন প্রভাবশালীদের কৃষি প্রণোদনা দিয়ে থাকেন যারা প্রকৃত কৃষক নন বলে অভিযোগ রয়েছে। তিনি তার ব্লকে উপস্থিত হন না বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ স্ত্রীর দায়িত্ব স্বামী পালন করাটা কি সরকারি চাকুরী বিধির মধ্যে পড়ে কিনা বলে প্রশ্ন করেন তারা।

এ অভিযোগের বিষয়ে কৃষি উপসহকারী কর্মকর্তা খুরশিদা আক্তারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, কোন কৃষক কি আমাকে কল দিয়ে পাননি। আমার দায়িত্ব আমি সঠিক ভাবে পালন করছি।

ভোটমারী ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা শিউলি বেগম বলেন, তিনি আমার ওয়ার্ডে যোগদানের পর থেকে আমি কোনদিন তাকে মাঠে কাজ করতে দেখিনি। আমি তাকে চিনি না।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় কে মুঠোফোনে কল করেও পাওয়া যায়নি।