প্রকাশিত সংবাদের প্রতিবাদ*


dailymukti24 প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৪, ৫:০১ অপরাহ্ন /
প্রকাশিত সংবাদের প্রতিবাদ*

গত ২৫, নভেম্বর ২০২৪ ইং তারিখে  “পীরগঞ্জে মাদকের গড ফাদার গ্রেফতার না হওয়ায় মাদকের ছড়াছড়ি”  শিরোনামে আমার  বিরুদ্ধে চিলাহাটি ওয়েব নামে একটি অনলাইন পোর্টাল ও দুই একটি প্রিন্ট পত্রিকায় একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে।  উক্ত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।

সেই সাথে সংবাদটিতে উল্লেখ করা হয়েছে যে,

পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মাদকের গড ফাদার নামে পরিচিত নাকি আমি  ইমাম উদ্দীন।  বিগত দিনে আমি কি করেছি আমি কি ছিলাম সেটি মূর্খ বিষয় নয়। বর্তমানে আমি কোন মাদক ব্যবসা সহ কোন অপরাধের সাথে জড়িত নই। সামাজিক ভাবে আত্মসম্মানের সহিত বাঁচার চেষ্টা করছি।

আসল ঘটনাটি হচ্ছে, আমি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে বাড়ির পাশে একটি গরুর খামার করে সৎ ভাবে জীবিকা নির্বাহ করছি। আমার স্ত্রী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। নিজের আত্মসম্মান ও আমার স্ত্রীর সামাজিক আত্মসম্মানের কথা ভেবে আমি সর্ম্পূণ ভাবে সৎ পথে উপার্জনের সিদ্ধান্ত নিয়েছি। এবং বর্তমানে সৎ ভাবে জীবন যাবন করে করে আসছি।

সামাজিক ভাবে জীবন যাবন করার কারণে একটি কুচক্রী মোহল আমাকে ফাঁসানোর চেষ্টার উদ্দেশ্যে এমন একটি সংবাদ প্রচার করাচ্ছেন। প্রকৃত পক্ষে যে সংবাদকর্মী এই সংবাদটি তার নিজ ফেসবুক প্রোফাইলে নিজের নামে প্রচার করছে তার ছোট ভাই শেখ আরমান একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। শেখ আরমানের বিরুদ্ধে এক ডজনের বেশি মাদক মামলা আদালতে চলমান রয়েছে।

সংবাদটিতে আরও বলা হয়েছে আমার বাড়িতে উন্নত মানের ইলেকট্রনিক প্রযুক্তি রয়েছে সেটি সত্য। আমার গরুর খামার ও নিজ বাড়ি নিরাপত্তার লক্ষে ও খামার দেখভাল করার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে । অন্য কোন উদ্দেশ্যে নয়। এখানে তো দোষের কিছু নেই।

সে সাথে আমার নাকি সন্ত্রাসী বাহিনী রয়েছে আসলে আমার কোন সন্ত্রাসী বাহিনী নেই। কেনই বা থাকবে আমি একটি ছোট একটি গ্রামে শান্তিপূর্ণ ভাবে বসবাস করছি এখানে সন্ত্রাসীর কথা উল্লেখ্য কেন করবে এটার প্রতিবাদ করছি।

আমার বিরুদ্ধে এই সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত। একটি কতিপয় স্বার্থনেস্বী মহল আমাকে  জনসাধারণের কাছে মাদক ব্যবসায়ী  হিসেবে অপপ্রচার করে গুজব ছড়ানোর পায়তারায় লিপ্ত হয়েছে। যা আদৌ সত্য নয়। আমি সব ছেড়ে দিয়ে সামাজিক ভাবে বাঁচার চেষ্টা করছি।

মিথ্যা ও বানোয়াট তথ্য পরিবেশন করে সংবাদ পরিবেশন করেছে একটি কুচক্রী মহল। প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই প্রচারিত সংবাদটির তীব্র প্রতিবাদ জানাচ্ছি।