বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুস সোবহান মন্ডল দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
পরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)’র রাজশাহীর তানোর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে, গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট আব্দুল হান্নানকে সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি (সাধারণ সম্পাদক পদমর্যাদা) পদে গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট নয়ন কুমার দাসকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও, গ্রাম ডাক্তার শামীম চৌধুরীকে সহসভাপতি এবং গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট আব্দুস সোবহান মন্ডল দিলিপকেও সহসভাপতি নির্বাচিত করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির তানোর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া কমিটির আওতাভুক্ত সকল সদস্য ও ঔষধ ব্যবসায়ীদের সরকারি নীতিমালা মেনে ঔষধ ব্যবসা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :