প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৫:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৮:৪০ পি.এম
তানোরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির তানোর উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুস সোবহান মন্ডল দিলিপের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।
পরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস)’র রাজশাহীর তানোর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে, গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট আব্দুল হান্নানকে সভাপতি এবং সিনিয়র সহ-সভাপতি (সাধারণ সম্পাদক পদমর্যাদা) পদে গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট নয়ন কুমার দাসকে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও, গ্রাম ডাক্তার শামীম চৌধুরীকে সহসভাপতি এবং গ্রাম ডাক্তার ও ফার্মাসিস্ট আব্দুস সোবহান মন্ডল দিলিপকেও সহসভাপতি নির্বাচিত করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির তানোর উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যরা দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেছেন। এছাড়া কমিটির আওতাভুক্ত সকল সদস্য ও ঔষধ ব্যবসায়ীদের সরকারি নীতিমালা মেনে ঔষধ ব্যবসা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
কপিরাইট© মুক্তি ২০১৮ সংরক্ষিত।