কিশোরগঞ্জের ভৈরবে ইটভাটা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ১৭ লাখ টাকা চিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষের সংঘর্ষে ২৬ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপ্রসাদ দক্ষিণ পাড়া সুবেদ আলী ঘাট এলাকায় উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে আসে তাদের স্বজনরা। আহতরা হলেন- মোঃ মনির হোসেন, আকাশ,দেলোয়ার হোসেন,রোস্তম,উসমান,রফিক,ছাওার,রাজন,সুজন,কামাল,ইব্রাহিম, আলী হোসেন, মোবারক, রমজান প্রমূখ।
স্থানীয়রা জানান, নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের বড়বাড়ি মৃত আমির উদ্দিন ফকিরের ছেলে কামাল মিয়া। তিনি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ চরের বন এলাকায় ইট ভাটার ব্যবসা করেন। বশির মিয়ার জমি থেকে ইটভাটার মাটি কাটা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে কাউয়া বাড়ি ও আমুর বাড়ির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ইটভাটার মালিক কামাল মিয়া জানান, আমুর বাড়ির মোস্তু মিয়া আমার ইটভাটায় এসে চাঁদা দাবি করে।আগে আওয়ামী লীগ ছিলো। এখন বিএনপি হয়েছে।
আমি চাঁদা না দেওয়া গতকাল রাত ৮ দিকে লোকজন নিয়ে আমার ইটভাটায় শ্রমিকে হুমকি দেয়। পরে বিষয়টি আমি ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ভাইকে জানাই। পরে উনি আমার সাথে লোক জন দিয়ে সাথে পাঠাই যে বিষয়টি সত্যি কিনা জানার জন্য। পরে লোক দেখে ফিরে যায়।সকালে আমি আমার বাড়িতে ইট ভাটায় যাবার পথে বসত বাড়ির সামনের রাস্তায় আসা মাত্র আমার মটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়া আমার উপর আক্রমন করে মোস্তু তার লোকজন।
এসময় আমার সাথে একটি ব্যাগে থাকা নগদ ১৭ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নিতে যায়। আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আমার চিৎকার চেঁচামেচি শুনে লোকজন এসে আমাকে বাঁচায়। আমি এর সঠিক বিচার চাই। কাউয়া বাড়ির আকাশ বলেন, আমি ইটের ব্যবসা করি ঝগড়া হয়েছে মাটি কাটা নিয়ে। বশির মিয়ার জমি থেকে মাটি কাটাকে বাধা দেয়। মাটি কাটতে হলে মোস্তু মিয়াকে প্রতিদিন ৭ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দেওয়ার কারণে সে রাস্তা বন্ধ করে দেয়। রাস্তা বন্ধ থাকার জন্য ইটভাটায় গাড়ি ডুকতে পারছিল না। রাস্তা বন্ধ করে দেওয়া কারণে আমরা কামাল ভাইয়ের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা জন্য বলি। ইটভাটার পক্ষে কথা বলায় আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। এসময় কামাল ভাইয়ের কাছে থেকে প্রায় ১৭ লাখ টাকা চিনিয়ে নিয়ে যায়। তারপর কামাল মিয়াকে বাঁচিয়ে দেওয়ার কারনে তারা আমাদের সাথে ঝগড়া করে। ইটভাটায় আমাদের বাড়ির প্রায় দেড় কোটি টাকা দেওয়া আছে কামাল মিয়ার কাছে। আমার ব্যবসা করি লগ্নিতে মাল তোলে বর্ষাকালে বিক্রি করি। ইটভাটাটি বন্ধ হলে আমাদের অনেক ক্ষতি হবে। আমরা কোন ঝগড়া করতে চাই না ব্যসার কারণে ঝগড়া করতে হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে, যুব দল নেতা আমুর বাড়ির মোস্তু মিয়া বলেন, আমি কোন টাকা ছিনিয়ে নিয়ে যাইনি চাঁদা দাবি করি নাই। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার কাছে থেকে মাজারে নামে টাকা এনেছি। সেটার রিসিভ আছে। সে কিন্তু কিছু হলে বলে আমার নামে চাঁদাবাজির মামলা দিবো৷ কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মজিবুর রহমান মেম্বার বলেন, উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন। আগামী সোমবার দরবারে মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। দুই পক্ষের লোকজনকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।
কালিকাপ্রসাদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আপন হাজারী বলেন,চাঁদা দাবি বিষয়টি শুনছি। যদি বিষয়টি সত্যি হয় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর যদি চাঁদা দাবির অভিযোগ প্রমাণ না দিতে পারে তাহলে কামাল মিয়ার বিরুদ্ধে আমার মিথ্যা অপবাদ দিয়ে আমাদের দলের ব্যক্তির সম্মান নষ্ট করা জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে।
আপনার মতামত লিখুন :