ঝালকাঠির কাঁঠালিয়ায় দরিদ্র নারী পুরুষের মাঝে সমাজ সেবা অধিদপ্তর ৫০ লাখ টাকার সুদ মুক্ত ঋণ বিতরন
dailymukti24
প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৪, ২:৩৬ অপরাহ্ন /
০
নবীন মাহমুদ
কাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় সমাজ সেবা অধিদপ্তরের পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রমের ৫০ লক্ষ টাকার সুদ মুক্ত ক্ষুদ্রঋণের চেক বিতরন করা হয়েছে।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এর আয়োজন করেন। আজ বুধবার ৪ ডিসেম্বর দুপুরে উপজেলা অফির্সাস ক্লাবে এর আয়োজন করা হয়।
বরিশাল বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) শাহ মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপকার ভোগীদের হাতে এ চেক তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহপার পারভীন, সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান ও কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন।
উপজেলার ১৬৫ জন দরিদ্র নারী ও পুরুষের মাঝে ৫০ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :