বাংলাদেশী দূতাবাসে ভাঙচুরের ও হামলার প্রতিবাদে তারাগঞ্জে বিক্ষোভ
dailymukti24
প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২৪, ২:২৮ অপরাহ্ন /
০
মোঃ ময়েন তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি.
ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তৌহিদি জনতা।
বুধবার (৪ ডিসেম্বার) ২০২৪ইং দুপুর ২টায় উপজেলার তারাগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক হয়ে পুরাতন চৌপথি মোড় প্রদক্ষিণ শেষে নতুন চৌপতিতে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করে।
এ সময় বক্তারা মুদি সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, ফাসিস্ট হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে যে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষে যে ষড়যন্ত্রের ফাঁদ পেতেছেন, আমরা বাংলাদেশের মানুষ সে ফাঁদে পা দিবো না। তবে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমুলক বিচার সহ বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক উষ্কানি বন্ধ না করলে মোদি সরকার সহ ষড়যন্ত্রে সংশ্লিষ্ট কাউকে ছাড় দিয়ে কথা বলা হবে না।
সেই সাথে অন্তর্বতীকালিন সরকারের মাধ্যমে বাংলাদেশে অবস্থিত উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে সরিয়ে নেওয়ার জোর দাবি জানান তারা। অন্যথায় অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে সাম্প্রদায়িক ইস্যু সৃষ্টিকারী ও দেশ বিরোধীদের দোসরদের বিরুদ্ধে আগামীতে শৃঙ্খলা বজায় রেখে এ আন্দোলন আরো জোড়ালো হবে বলে সতর্ক করেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. আশরাফ আলী, ছাত্র সমন্বয়ক আলামিন আকাশসহ তারাগঞ্জ উপজেলার সর্বস্তরের তৌহিদি জনতা।
আপনার মতামত লিখুন :