কালীগঞ্জে যুবলীগ নেতা জমি বেদখল


dailymukti24 প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৪, ৭:৩৩ পূর্বাহ্ন /
কালীগঞ্জে যুবলীগ নেতা জমি বেদখল

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়  যুবলীগ নেতা দানিয়েল বসুনিয়ার জমি বেদখল করেছে স্থানীয় বিএনপি সমর্থিত একটি গোষ্টি।

গত ১লা ডিসেম্বর উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলি এলাকায় এই ঘটনাটি ঘটে।

জানাগেছে, ২৬ শতক জমি আজগার আলী বসুনিয়ার পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া উক্ত জমি প্রায় ৫০/৬০ বছর ধরে চাষাবাদসহ ভোগ দখল করে আসতেছেন তার পুত্র দানিয়েল বসুনিয়া।

উক্ত জমি ভোগ দখল করা অবস্থায়  বিবাদী ১। মোঃ আসাদুজ্জামান (৪৪), পিতা- মৃত অছিমুদ্দিন, ২। মোঃ রুবেল মিয়া (৩৫), পিতা- মোঃ মানিক মিয়া, ৩। মোছাঃ আছিয়া বেগম (৫৫), ৪। মোছাঃ আসমা খাতুন (৫৩), ৫। মোছাঃ আয়শা খাতুন (৪৮),৬। মোছাঃ মোর্শেদা বেগম (৪৬), ৭। মোহাঃ আঙ্গুয়ারা বেগম (৪২),সর্ব পিতা- মৃত অছিমুদ্দিন, গং  এক বছর পূর্ব হইতে উক্ত জমির মালিকানা দাবীসহ জবর দখল করার পায়তাড়া করে আসতেছিল। উক্ত জমির বিষয়কে কেন্দ্র করিয়া উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

এ ঘটনার জের ধরে উল্লেখিত প্রতিপক্ষ গণসহ অজ্ঞাতনামা কিছু ভারতের সন্ত্রাসীসহ উক্ত নালিশি জমি  বেদখল করেন।

এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন স্থানীয় যুবলীগ নেতা দানিয়েল বসুনিয়া।

অভিযোগের সত্যতা স্বীকার করেছেন কালীগঞ্জ থানা পুলিশের ওসি সেলিম মালিক। তিনি বলেন,অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।