রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। বুধবার বিকালে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে নেভাতে গেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ফায়ার ফাইটার শিহাব সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে কড়াইল বস্তির বউবাজারে আগুন লেগেছে বলে খবর এসেছে। “আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট পাঠানো হয়েছে।”
ফায়ার সার্ভিসের এক বার্তায় জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের স্থানটি গুলশান লেকের পাশেই। তবে বস্তিতে ঢোকার রাস্তা সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলোকে ঢুকতে বেগ পেতে হয়।
আপনার মতামত লিখুন :