ভৈরবে ঘরের আলমিরা হতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


dailymukti24 প্রকাশের সময় : ডিসেম্বর ৩১, ২০২৪, ৭:২১ অপরাহ্ন /
ভৈরবে ঘরের আলমিরা হতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
মোঃ নাঈম মিয়া,(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার  প্রতিবেশীর ঘরে থাকা আলমারির ভেতর থেকে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে শহরের পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা স্কুলের পাশে দ্বীন মোহাম্মদ মিয়ার বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশু সাহাল উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামের কাতার প্রবাসী সানাউল্লাহ ছেলে। ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া। পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার বিকালে থেকে সাহাল খুঁজে পাওয়া যাচ্ছিল না। শিশুটিকে খুঁজে পেতে মাইকিং করেন পরিবারের সদস্যরা। এতেও কোনো খোঁজ না হলে রাতে থানায় জিডি করেন শিশুটির মা। পরে  রাত দেড়টায় নাগাদ ভৈরব থানা পুলিশ নিখোঁজ শিশুটির বাড়িতে আসে। এসময়  বাড়ির ভাড়াটিয়া প্রতিবেশী হাছানকে বাসায় খোঁজ করে। পরে তল্লাশি চালিয়ে একটি আলমারির ভেতর থেকে  শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রতিবেশীর ভাড়াটিয়া হাছানকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া নিহত শিশুর মা মোমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, গতকাল সোমবার বিকেলে শিশু সাহাল নিখোঁজ হওয়ার পর তার মা থানায় একটি সাধারণ ডায়রি করেন। পরে, রাত দেড়টার দিকে পুলিশ প্রতিবেশী হাছানের ঘরে তল্লাশি চালিয়ে কাপড় রাখার আলমারির ভিতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের গলায় একটি সাদা রশি পেঁচানো ছিলো। ওসি আরও বলেন, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানতে আটকৃত প্রতিবেশী হাছানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।