প্রধান শিক্ষকের মাথা ফাটালেন সহকারী শিক্ষিকা 


dailymukti24 প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন /
প্রধান শিক্ষকের মাথা ফাটালেন সহকারী শিক্ষিকা 
জাহিদুল হক বাবু প্রতিবেদক ঝিনাইদহঃ
ঝিনাইদহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাথা ফাটালেন সহকারী শিক্ষিকা।
উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনোয়ার হোসেনের (৫৩) মাথা ফাটালেন একই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা মোছা: রোকেয়া খাতুন (৩৪)। রবিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এঘটনা ঘটে। জানা গেছে,বিদ্যালয়ের রাউটারের ভিতরে থাকা সিম বাসায় নিয়ে যায় সহকারী শিক্ষিকা রোকেয়া খাতুন। এই সিমকে কেন্দ্র করে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক এবং ওই  শিক্ষিকার মধ্যে বাক বিতন্ডার একপর্যায়ে শিক্ষিকা কলমদানি ছূড়ে মারেন প্রধান শিক্ষকের মাথায়। এতে করে কলমদানির আঘাতে শিক্ষকের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। এর পর অভিযুক্ত শিক্ষিকা রোকেয়া খাতুনকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা।পরে পুলিশ এবং উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহিনুর রহমান এসে তাকে উদ্ধার করেন।
প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বলেন,সহকারী শিক্ষিকার রোকেয়া  খাতুন রাউটারের সিম চুরি করে নিয়ে যায়। পরে আমি জানতে পারলে সে সিম দিয়ে যায়। কেন সে এভাবে সিম নিয়ে গেল জানতে চাইলে এক পর্যায়ে সে আমাকে কলমদানি ছুড়ে মারে এতে আমার মাথার ফেটে রক্তাক্ত জখম হয়।
সহকারী শিক্ষিকা রোকেয়া খাতুন বলেন, আমি রাউটারের সিম নিয়েছি তবে তা ফিরিয়ে দিয়েছি। সেটা আজ ১৫ দিন আগের কথা। তবে প্রধান শিক্ষক আমাকে এ ব্যাপারে অকথ্য ভাষায় গালিগালাজ সহ তুইতোকারি করেন। এতে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি তাই কলমদানি ছুড়ে মেরেছি।
সহকারি উপজেলা শিক্ষা অফিসার,শাহিনুর রহমান বলেন,দুজনার মধ্যে ভুল বোঝাবুঝি বড় আকার ধারণ করে।খবর পেয়ে আমি শিক্ষা প্রতিষ্ঠানে এসে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ কয়েকজন মিলে বিষয়টা আপোষ মীমাংসা করে  দেই।