নড়াইলে নব- জাগরণ  সমবায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


dailymukti24 প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০২৫, ১:৪০ অপরাহ্ন /
নড়াইলে নব- জাগরণ  সমবায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ৷ আত্ম- নির্ভরশীলতাই সমাজ বদলের সোপন- এ প্রতিপাদ্য সামনে নিয়ে  নব- জাগরণ  সমবায় ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  ও আলোচনা সভা  হয়েছে। শুক্রবার মালিয়াট  বাজার চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
নব- জাগরণ  সমবায় ও সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত  কম্বল বিতরণ অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ কলেজের অধ্যক্ষ ও গণ জাগরণের প্রতিষ্ঠাতা সভাপতি  প্রনব কান্তি  অধিকারী৷
কম্বল পেয়ে কয়েকজন বলেন, সারা দেশের ন্যায় এবার নড়াইলেও শীতের প্রভার অনেক বেশি৷ আমরা অসহায় গরিব মানুষ৷ দিন এনে দিনে খায় এই কম্বল পেয়ে আমরা অনেক খুশি৷ আমি বা আমরা যারা অসহায় গরিব মানুষ তাদের অনুরোধ যাদের সামর্থ্য আছে তারা যদি আমাদের পাশে দাড়ায় তাহলে আমরা অনেক উপকৃত হবো৷
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ দীপ বিশ্বাস (সুদীপ), ডাঃ স্মৃতিকনা সরকার,  এ্যাডঃ কংকন কুমার পাঠক, মিহির মজুমদার বাকলী ওপেন ডোরের তত্বাবধায়ক, অশোক কুমার দাস, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, কৃষ্ণ পদ বিশ্বাস, সহকারী শিক্ষক, বিলাশ কুসুমসহ আরো অনেকে৷