লিফলেট বিতরনকালে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরা সামিন। নওগাঁ ছাত্র সমন্বয়ক আরমান হোসেন, ফজলে রাব্বি ও ইসাছাদ আজিমসহ ছাত্ররা উপস্থিত ছিলেন।
নওগাঁয় লিফলেট বিতরন কালে ছাত্র ও নাগরিক কমিটির নেতৃবৃন্দ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভুতপুর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ঘোষনাপত্র জারি করতে হবে।
যে ঘোষনাপত্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামুল্যে সুচিকিৎসা প্রদানের স্পষ্ট করতে হবে। ঘোষনাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্বে হয়েছে তা পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পস্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মুল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পুর্ন নতুন গণতান্ত্রিক সংবাধিক প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে।
নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্র কাঠানো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে এবং ১৯৪৭, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারবাহিকতা পরিস্কার করতে হবে। এছাড়াও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতিকে শক্তিশালী করতে হবে।
আপনার মতামত লিখুন :