নিখোঁজ এম. ইলিয়াস আলীর শেষ পরিণতি জানতে চান স্ত্রী লুনা.


dailymukti24 প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন /
 নিখোঁজ এম. ইলিয়াস আলীর শেষ পরিণতি জানতে চান স্ত্রী লুনা.
নাজমুল ইসলাম চৌধুরী ,ওসমানীনগর ( সিলেট) প্রতিনিধি::
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও দলটির নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর, শেষ অবস্থান ও পরিণতি দ্রুত জানতে চাইলেন অন্তর্বর্তী সরকারের কাছে।
শনিবার বিকেলে সিলেটের ওসমানীনগরে উসমানপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির যৌথকর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের কাছে এ আহ্বান জানান তিনি।
তাহসিনা রুশদির লুনা বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দেশে সংগঠিত সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের ঘোষণা দিলেও আজ পর্যন্ত তাদের সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি।
নিখোঁজ ইলিয়াস আলী প্রসঙ্গে লুনা বলেন, দেশের পট পরিবর্তনের পর গুম কমিশনের কাছে ইলিয়াস আলী ব্যাপারে আমাদের অভিযোগ দেওয়া আছে, তারা এখনও ইলিয়াস আলী সম্পর্কে আমাদের সন্তোষজনক কোন জবাব দিতে পারেননি। এ ব্যাপারে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত স্পষ্টের দাবি জানান।