সীতাকুণ্ডে শিবচর্তুদর্শী মেলা উপলক্ষে সাধারণ সভা ও  কমিটি গঠন


dailymukti24 প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৮:০০ অপরাহ্ন /
সীতাকুণ্ডে শিবচর্তুদর্শী মেলা উপলক্ষে সাধারণ সভা ও  কমিটি গঠন
সীতাকুণ্ড প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০২৫ সালের শিবচর্তুদর্শী মেলা উপলক্ষে সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়।
শুক্রবার সন্ধ্যা ৬টায় সীতাকুণ্ড পৌরসভা হলরুমে মেলা কমিটির উপদেষ্টা দুলাল বিশ্বাসের, সভাপতিত্বে মেলা কমিটির সেক্রেটারী বাবুল শর্মা, উপদেষ্টা পলাশ  চৌধুরীর, সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা বিএনপির আহ্বায়ক  ডাঃ কমল কদর,সদস্য সচিব কাজি মোঃ মহিউদ্দিন,পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুপ নিজামী,  পৌর বিএনপির  সাবেক সেক্রেটারি কাউন্সিলর এ, কে, এম,  শামসুল আলম আজাদ,পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহম্মদ ছলু,মুক্তিযোদ্বা আবুল মুনসুর,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক  জহিরুল ইসলাম নাসির,উপজেলা বিএনপির সদস্য  ও সোনাইছড়ি বিএনপির সাবেক সেক্রেটারি  মোঃ রবিউল হোসেন, ৬নং বাঁশবাড়িয়া বিএনপির সভাপতি সালামত উল্ল্যা,সেক্রেটারি ইদ্রিস মেম্বার, ০২ নং বিএনপির সভাপতি জাফর ভুইয়া, সেক্রেটারি আলাউদ্দিন মাসুম,  পৌর বিএনপির সদস্য  মোঃআলী, এডভোকেট আব্দুল্লাহ আল নোমান, আবু সিদ্দিক বাল্লা, সৈয়দ আলাউদ্দিন, আব্দুল আলিম রুবেল, অমেলেন্দু কনক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ইকরাম হোসেন রানা, আব্দুল্লা আল ইমরান,ইমাম হোসেন ভূঁইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।  হিন্দু বৌদ্ধ কল্যান ফ্রন্টের আহ্বায়ক রতন কুমার নাথ,সদস্য সচিব গোপাল শর্মা,
পূজা উদযাপন পরিষদ নেতা সুনন্দ্য ভট্টাচার্য সাগর,  কাকন দাশ, বজন দাশ, পাপন দাশ, ঝুলন চৌধুরী, ডাঃ দুলন, আরো উপস্থিত ছিলেন মেলা কমিটির দপ্তর সম্পাদক আলোক ভট্টাচার্য, সদস্য  জিতেন্দ্র নারায়ন নাটু,সমীর শর্মা, উক্ত সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ২০২৫ সালের শিবচর্তুদর্শী মেলা উপলক্ষে  কমিটি গঠন করা হয়। এতে  মনোজ কুমার নাথকে, সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রীকে যুগ্ম সাধারন সম্পাদক, পাপন কৃষ্ণকে অর্থ সম্পাদক, সুজন মল্লিককে সহ অর্থ সম্পাদক ঘোষনা করা হয়।