লালমনিরহাট ডিবি পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক- ২ 


dailymukti24 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২৫, ৮:০৬ পূর্বাহ্ন /
লালমনিরহাট ডিবি পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক- ২ 

লালমনিরহাট প্রতিনিধি- লালমনিরহাট জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সহ দুইজন কে আটক করেছে লালমনিরহাট ডিবি পুলিশ।

গতকাল ৩১ শে জানুয়ারী রাত ১০.৩০ মিনিটে আদিতমারি উপজেলার সাপটিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকায় দৌলা প্লেন স্টেশন সংলগ্ন তাদের আটক করেন ডিবি পুলিশ।

আটকৃতরা হলেন – কালিগঞ্জ উপজেলার  তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণঘনেশ্যাম ( মিয়াপাড়া)  এলাকার আব্দুল মোত্তালেব এর  পুত্র রোকন উদ্দিন (২৭) এবং চন্দ্রপুর ইউনিয়নের হরেরাম গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র শাহিন মিয়া (২২)।

লালমনিরহাট ডিবি কার্যালয় সুত্রে জানা যায়, লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিকনির্দেশনায়  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এস আই মুকুল মিয়া ও তার সঙ্গীয় টিম  লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন সাপ্টিবাড়ী ইউনিয়নের, খাতাপাড়া মৌজাস্থ দৌলা ফিলিং ষ্টেশন সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা কালে ঢাকা মেট্রো নং- ২০৯১২৮ যাহা নীল ও হলুদ রংয়ের পিকআপটি চেক করিয়া মোট ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার সহ দুইজন কে আটক করা হয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।