নড়াইলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা হতে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে শহরের ভিক্টোরিয়া কলেজ মাঠ থেকে শুরু হয় এই র্যালি। র্যালিটি শহরেকে একবার পদক্ষিণ করে পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে সংগঠনটির জেলা সভাপতি মো : সালাউদ্দিন এবং জেলা সেক্রেটারি বক্তব্য দেন।
সভাপতি বলেন সব সময় সংগঠনের সদস্যদের একতা বদ্ধ হয়ে থাকতে হবে এবং দেশ সেবায় নিজেকে লিপ্ত রাখতে হবে। এইসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক এবং বর্তমান কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।
আপনার মতামত লিখুন :