বর্তমান সময়ে জনপ্রিয় ডায়লগ ‘চাচা হেনা কোথায় ‘ কে এই হেনা
dailymukti24
প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৫, ৮:৩৪ অপরাহ্ন /
০
মোঃ আকাশ উজ্জামান শেখ
বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুর প্রচারিত ও সবার মুখে মূখে একটাই কথা ভেসে বেড়াচ্ছে যা হলো ‘চাচা হেনা কোথায় ‘
গত কয়েকদিন ধরে ছোট বড় সবার মুখে এই একটাই কথা এই হেনা টা আসলে কে ?
এটা জানার কৌতুহল ও কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খন্ডিত চিত্র টা দেখানো হচ্ছে যে বৃদ্ধ চাচা বসে আসে বাড়িঘর সাজানো একটা ছেলে এসে বলতেছে চাচা হেনা কোথায় চাচা বলতেছে হেনার বিয়ে হয়ে গেছে শুনে চিৎকার করে বলছে আমি বিশ্বাস করিনা ।
এই চিত্রটি ১৯৯৬ সালে মুক্তি পাওয়া সাদাকালো জনপ্রিয় সিমেনা ‘প্রেমের সমাধি’এর একটি হৃদয়বিদারক চিত্র
যে যেখানে বকুল চরিত্রে অভিনয় করেছে জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ও হেনা চরিত্রে অভিনয় করছে শাবনাজ
চলচ্চিত্রে দেখা যায় ছোট বেলা থেকেই দুজন দুজনকে খুব ভালোবাসে একসাথে গ্রামের পথে ঘুরে বেড়ায় খেলাধুলা করে বেলায়
কিন্তু বিষটা বকুলের বাবা টের পাই এবং বকুলকে শ্বাশন করে ভালো লেখাপড়া করাতে শহরে পাঠাই
দুজনে এ ঘটনায় দুপ্রান্তে বসে কান্না কাটি করে মন খারাপ করে থাকে
তাদের মধ্যে যোগাযোগের মাধ্যম হয় পুতুল
তারা বড় হয়ে গেলে একদিন বকুলের পাঠানো ছবি পাড়তে গাছে উঠে কিন্তু দুর্ঘটাবসত গাছ থেকে পড়ে যায় এবং চিকিৎসাক জানায় হেনা অন্ধ হয়ে গেছে
চিকিৎসার জন্য বেশ টাকা লাগবে যা হেনার বাবার কাছে ছিলো না
এদিকে বকুল খবর পেয়ে দিশাহারা হয়ে পড়ে হেনার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন সেজন্য কোন উপায় না পেয়ে নিজের কিডনি বিক্রি করে ।
হেনাদের বাড়িতে এসে দেখে বাড়িঘর
সাজানো তখন হেনার বাবার কাছে
বকুল জিঙ্গেস করে চাচা হেনা কোথায়
চাচা বলে হেনার বিয়ে হয়ে গেছে
তখন বকুল চিৎকার করে বলে আমি
বিশ্বাস করিনা
মূলত এই দৃশ্য টি সামজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচছে
তবে এত বছর পর কেন এত পরিমান জনপ্রিয় হলো নতুন প্রজন্মের কাছে তা অজানা
তবে ধারণা করা হচ্ছে ভালোবাসার মানুষ টির জন্য এত কিছু করে ও যখন তাকে পাওয়া যায়না
সেই কষ্ট কতটা ভয়াবহ হয় সাজানো গোছানো জীবন টা কিভাবে বিষাক্ত হয়ে পথে ঘাটে পাগল হয়ে পাগলামি করে তার একটা প্রতিচ্ছবি ফুটে উঠেছে
যা এখনকার দিনেও অবিরাম ঘটে চলেছে।
আপনার মতামত লিখুন :