নবীন মাহমুদ -ঝালকাঠির রাজাপুর উপজেলায় সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩:৫০ ঘটিকার সময় তারাবিবি সুপার মার্কেট সংলগ্ন রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতির চায়ের আড্ডা ও ফাস্টফুডের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতির মালিকানাধীন এই রেস্টুরেন্টে গ্রাহকদের জন্য বিকেল ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সার্ভিস চালু থাকবে। এ রেস্টুরেন্টে সুলভ মূল্যে বিভিন্ন রকমের চা ও ফাস্টফুড জনীত হরেকরকম খাবার পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা । এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর মালেক কলেজের সাবেক প্রিন্সিপাল বেলায়েত হোসেন, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খাঁন, সহ-সভাপতি খলিলুর রহমান, প্রতিষ্ঠাতা পরিচালক মঈনুল হক লিপু ও সাগর তালুকদার , অহিদ সাইফুল সহ বিশিষ্ট সমাজ সেবক, রাজনৈতিক ব্যাক্তি, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। চায়ের আড্ডার পরিচালক জানান পরিবার পরিজন নিয়ে ঝালকাঠি জেলার কোথাও মনোরম পরিবেশে বসার কোনো জায়গা না থাকায় অনেকদিন থেকেই মাথায় ঘুরপাক খাওয়ায় , রাজাপুরে ধীরে ধীরে পরিকল্পনা করে রেস্টুরেন্টের কাজ চালিয়ে যাই, আজ সবার দোয়ায় উদ্ধোধন করলাম। তিনি আরো বলেন ভোজনরসিক মানুষের এই রেস্টুরেন্টের মাধ্যমে নতুন কিছু স্বাদ উপহার দিতে চাই। আশা করছি ভোক্তারা একবার এসে যাচাই করলে ভালো রিভিউ পাবো।
আপনার মতামত লিখুন :