কালিগঞ্জে লেনদেনকে কেন্দ্র করে হাতাহাতি।


dailymukti24 প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন /
কালিগঞ্জে লেনদেনকে কেন্দ্র করে হাতাহাতি।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় লেনদেন কে কেন্দ্র করে দু পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে । গত ১৭ ই মার্চ রাতে উপজেলার ভুল্যারহাট এলাকায় এ ঘটনা ঘটে ।

সরেজমিনে গিয়ে জানা যায় একই এলাকার শহিদুল ইসলামের পুত্র মুহাইমিনুল ইসলাম মুনান এর সহিত লেবু মিয়ার পুত্র নাসির হোসেনের সাথে একটি ল্যাপটপ ক্রয়ের লেনদেন কে কেন্দ্র করে পাওনা টাকা নিয়ে বিরোধের সৃষ্টি হয় । গত ১৩ ই মার্চ ২০২৫ এ ঘটনায় মুলান কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করলে কালিগঞ্জ থানা পুলিশ তদন্ত করেন । এরপর তদন্তর কাজ শেষ করে পুলিশ ফিরে আসলে পুনরায় দুই গ্রুপের মাঝে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে । তবে মুনান ও তার পরিবারের অভিযোগ তাদের প্রতিপক্ষ এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে দলবল সহ তার বাড়িতে হামলা ভাঙচুর করে মালামাল লুটপাট করে বলে অভিযোগ করেছেন । এ বিষয়ে কালীগঞ্জ থানায় পুনরায় একটি অভিযোগ দায়ের করেছেন মুহাইমিনুল ইসলাম মুনান।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান লেনদেন কে কেন্দ্র করে তিন দিন আগে একটি ঘটনা ঘটেছে। তদন্ত করতে যাওয়ায় পুনরায় দু গ্রুপের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরো একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।