কালীগঞ্জে পূর্ব বিরোধের জেরে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাট, আহত ১৫


dailymukti24 প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৫, ৭:০৬ পূর্বাহ্ন /
কালীগঞ্জে পূর্ব বিরোধের জেরে ১৭ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর-লুটপাট, আহত ১৫
লালমনিরহাট প্রতিনিধি-
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া বাজারে গতকাল রাতে পূর্ব বিরোধের জেরে বেশ কয়েকজন ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ১৭টি দোকান ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে ভোটমারী গ্রামের কয়েকজনের সাথে হাজরানীয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর গতরাতে ওই বাজারে বাকবিতন্ডা হয়। এরই জেরে কিছুক্ষন পরে একদল মানুষ লাঠিসোটা দেশিয় অস্ত্র নিয়ে বাজারে থাকা মোজাম খাঁ নামের এক ব্যক্তিকে মারধর করতে থাকে। এর প্রতিবাদ করলে ব্যবসায়ী মিন্টুসহ অন্তত ১৫ জন হামলার শিকার হন। যাদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মারধরের পর বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভুাঙচুর ও লুটপাট করে চলে যায় হামলাকারীরা।
খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশের একটি দর ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় ব্যবসায়ী রেয়াজুল ইসলাম ১৬ জনের নাম উল্লেখ করে রাতেই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।