নড়াইলের লোহাগড়ায় ডাকাতদের দৌরাত্ম্যে অতিষ্ঠ গ্রামবাসী নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। মঙ্গলবার উপজেলার নোয়াগ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ডাকাতির শিকার পরিবারগুলোর সদস্য জোৎস্না বেগম, শেফালি বেগম, মো. সাগর শেখ, আব্দুর রহিম পারভেজ, মো. শহিদুল্লাহসহ আরো অনেকে৷
ভুক্তভোগীদের অভিযোগ, গত দুই মাসে নোয়াগ্রাম, বয়রা ও ঘাঘা এলাকায় একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলার আসামি আসমা বেগম, আব্দুর নূর তুষার ও তাদের সহযোগী সাদ্দাম, আকাশ, হান্নান, বিপ্লব, শিপন, ভাষান ও খায়রুল জড়িত। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলেও অপরাধীরা ধরা-ছোয়ার বাইরে রয়ে গেছে। আমার বাড়িতে ৩০ জানুয়ারি ডাকাতি হয়। আমরা মামলা করলে আসমা গ্রেপ্তার হয়েছিল। কিন্তু জামিনে বেরিয়ে এসে উল্টো আমাদের হুমকি দিচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশিকুর রহমান বলেন, আসমার বিরুদ্ধে ২০২২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া চুরি ও দস্যুতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তুষারের নামেও একাধিক মামলা রয়েছে। তাদের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। লুট হওয়া মালামাল উদ্ধারেরও চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে তারা স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপন করতে পারেন।
আপনার মতামত লিখুন :