নড়াইলের সাবেক মেয়র আঞ্জুমান আরা ও যুবলীগের খোকন সাহা কারাগারে
dailymukti24
প্রকাশের সময় : মার্চ ২০, ২০২৫, ৩:০৮ অপরাহ্ন /
০

নড়াইল জেলা প্রতিনিধি।
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা এবং জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য খোকন সাহাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০মার্চ) নড়াইল জেলা ও দায়রা জজ শারমিন নিগার সুলতানা তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন আসামিরা আদালতে উপস্থিত হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হট্টগোল করে। পরে সেনাবাহিনী আদালত চত্বরে আসে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় আসামিদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আঞ্জুমান আরা ও খোকন সাহা জয়বাংলা স্লোগান দিলে বিক্ষুব্ধ এক ব্যক্তি মেয়রের গায়ে ডিম ছুড়ে মারেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট নড়াইলের চিত্রাসেতু এলাকায় শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আন্দোলন করছিল ছাত্র-জনতা। এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতাকর্মীরা নানা ধরনের দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত ও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার ২ নং আসামি খোকন সাহা এবং ২৬ নং আসামি মেয়র আঞ্জুমান আরা।
গত ২৭ জানুয়ারি আঞ্জুমান আরা ও খোকন সাহা হাইকোর্টে আট সপ্তাহের আগাম জামিন পান। এরপর নিয়ম অনুযায়ী আজ বৃহস্পতিবার (২০মার্চ) বিচারিক আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।
আপনার মতামত লিখুন :