গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কেশবপুরে গণমিছিল


dailymukti24 প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৫, ১:৩৮ অপরাহ্ন /
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে কেশবপুরে গণমিছিল
ইমরান হোসেন, কেশবপুর (যশোর), প্রতিনিধি: যশোরের কেশবপুরে ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর ইসরাইলি নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
২১ মার্চ (শুক্রবার ২০২৫) বাদ জুম্মা কেশবপুরের তৌহিদী জনতার আয়োজনে উপজেলার পাবলিক ময়দানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী পেশাজীবী সংগঠনের সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর মানব কল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাসফি চৌধুরী অরিন, হাফেজ মাওলানা শফিকুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দারা কেউ রয়েছেন গভীর ঘুমে। কেউ সাহ্‌রির প্রস্তুতি নিতে শুরু করেছে, ঠিক সেই সময়ই ইসরায়েলি বাহিনীর পৈশাচিক বোমা হামলা চালিয়ে নারী-শিশুসহ হত্যা করেছে। রাতের অন্ধকারে ইসরাইল কর্তৃক ধর্মপ্রাণ মুসলমানদের উপর হামলা চালিয়ে নৃশংস হত্যাকান্ড চালিয়ে অমার্জনীয় অপরাধ করেছে ইসরাইল। বিশ্বের সকল মুসলমানের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। শিশুসহ এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের উদাত্ত আহ্বান জানিয়ে ইসরাইলের সকল পণ্য বর্জন করার নির্দেশ দিয়েছেন।
কেশবপুর পাবলিক ময়দান থেকে একটি গণ মিছিল বের করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানেই গিয়ে শেষ করা হয়। গণমিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহণ করেন।