লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে অপরাধ নিরসনে বিট পুলিশ আপনার পাশে এই স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক মাদক সহ সকল প্রকার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল ) দুপুরে ৫ নং বিটের আয়োজনে চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ থানার, এস আই এরশাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক। উপজেলা বিএনপি’র আহবায়ক ও চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন,বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। বিট পুলিশ সব সময় আপনাদের পাশে রয়েছে।
সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।
এ সকল কাজে পুলিশ কে সহায়তা করতে সকল কে এগিয়ে আসার আহবান জানান তিনি ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এলাকার সাধারন জনগন,মসজিদের ইমাম,শিক্ষক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আপনার মতামত লিখুন :