বেরোবিতে বৈশাখের ছন্দে মুখর: দুই দিনব্যাপী বর্ণিল নববর্ষ উদযাপন 


dailymukti24 প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন /
বেরোবিতে বৈশাখের ছন্দে মুখর: দুই দিনব্যাপী বর্ণিল নববর্ষ উদযাপন 
মোঃ সোলাইমান, বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল, ২০২৫) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী একটি বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন।
বৈশাখী সুরের মূর্ছনা, বাঁশি ও ঢাকের তালে তালে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান সড়ক, শহীদ আবু সাঈদ চত্বর, পার্কের মোড় এবং মডার্ন মোড় ঘুরে একাডেমিক ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত এই শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী পোশাক, লোকশিল্প ও সাংস্কৃতিক বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়।
শোভাযাত্রা শেষে উপাচার্য একাডেমিক ভবনের সামনে বিভিন্ন বিভাগের আয়োজিত বৈশাখী মেলার স্টল পরিদর্শন করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন বাঙালির প্রাণের উৎসবকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও যোগ করেন, **”আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে। বৈশাখের এই উৎসব যেন আমাদের মধ্যে সম্প্রীতি ও সৃজনশীলতার নতুন বার্তা বয়ে আনে।
পহেলা বৈশাখের অনুষ্ঠানমালার অংশ হিসেবে বিকেলে মিডিয়া চত্বরে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের, যেখানে স্থান পায় লোকগীতি, নৃত্য ও কবিতা আবৃত্তি। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের তিন আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য বিশেষ রান্নার ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় দুই দিনব্যাপী কর্মসূচি হাতে নেয়। এর আগে, ৩০ চৈত্র (১৩ এপ্রিল, ২০২৫) বিকেলে ফুটবল মাঠে ঘুড়ি উড়িয়ে নববর্ষের প্রস্তুতি শুরু হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
এই আয়োজনগুলোতে অংশগ্রহণকারীরা বাংলা সংস্কৃতির গভীরতা ও ঐক্যের বার্তা নতুনভাবে উপলব্ধি করার সুযোগ পায়।