আ:লীগ ৭১ দখল করে চেতনা বিক্রি করতো: শামা ওবায়েদ


dailymukti24 প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ৯:২৮ অপরাহ্ন /
আ:লীগ ৭১ দখল করে চেতনা বিক্রি করতো: শামা ওবায়েদ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নামক ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছিল। তারা ৭১ দখল করে  প্রতিদিন চেতনা বিক্রি করে খেত। বাংলা নববর্ষও তেমন তারা দখল করেছিল।
বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে বাংলা নববর্ষ উৎযাপন উপলক্ষে মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথায় সালথা সরকারি কলেজ মাঠে ঐতিহ্যবাহী লাঠি ও হা-ডু-ডু খেলা এবং আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আগে বর্ণনা শোভাযাত্রা সালথা বাজার থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
শামা ওবায়েদ আরও বলেন, এই দেশ কারো বাপ-দাদার নয়, এই দেশ আমাদের সবার। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিতে হবে। গত ১৫ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির হাজার হাজার নেতাকর্মী আহত-নিহত হয়েছে। বিএনপি নেতাকর্মী ও ছাত্র-জনতার আত্মাহুতির কারণে আজকে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বছর সব ধর্ম-বর্ণের মানুষ নববর্ষকে বরণ করে নিতে পেরেছে। বিগত ১৭ বছর দেশের মানুষ কোনো ধরনের উৎসব ও দেশীয় সংস্কৃতি খেলাধুলা স্বাধীনভাবে পালন করতে পারেনি।
উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো. আসাদ মাতুব্বরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খনদকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা হুমায়ুন খান, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসেন, সেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল আলম, তাজুল ইসলাম, রাজ প্রমুখ।