বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা সম্প্রসারণ: চালু হলো সেলুন, লন্ড্রি ও স্টেশনারি শপ


dailymukti24 প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৫, ৯:৪১ অপরাহ্ন /
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবাসিক সুবিধা সম্প্রসারণ: চালু হলো সেলুন, লন্ড্রি ও স্টেশনারি শপ
মোঃ সোলাইমান, বেরোবি প্রতিনিধি
রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জীবনযাত্রাকে আরও সহজ করতে ক্যাম্পাসে চালু করা হয়েছে নতুন তিনটি সুবিধা কেন্দ্র।
১৪ এপ্রিল (সোমবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী আনুষ্ঠানিকভাবে ক্যাফেটেরিয়ার উত্তর পাশে সেলুন, লন্ড্রি ও স্টেশনারি দোকানের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “তিনটি আবাসিক হলের কেন্দ্রীয় স্থানে এই সুবিধাগুলো চালু করা হয়েছে যাতে শিক্ষার্থীদের দৈনন্দিন চাহিদা মেটানো সহজ হয়। আগে ক্যাম্পাসে এ ধরনের সুবিধার অভাবে শিক্ষার্থীদের বাইরে যেতে বেগ পেতে হতো। এখন তারা সহজেই তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবে।”
তিনি আরও উল্লেখ করেন যে এই সুবিধাগুলো শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং আবাসিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও সমানভাবে উপকারী হবে।
এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান এবং পরিবহন পুলের পরিচালক মোঃ মাসুদ রানা সহ অসংখ্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এই নতুন সুবিধা চালুর মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে আবাসিক শিক্ষার্থীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।