মোঃ সোলাইমান, বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণআন্দোলনে আহত শিক্ষার্থীদের মাঝে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সম্মাননা সনদ ও আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী ২৫ জন আহত শিক্ষার্থীর হাতে এসব সনদ ও চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণআন্দোলনে দেশের শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে একটি নতুন বাংলাদেশের স্বপ্নকে সামনে এগিয়ে নিয়েছে। তাঁদের এই ত্যাগ জাতি চিরকাল মনে রাখবে।” তিনি আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের চিকিৎসায় সহযোগিতার জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-কে আন্তরিক ধন্যবাদ জানান।
উপাচার্য আরও বলেন, “আহতদের সুচিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিকেল বোর্ড যে দিকনির্দেশনা দিয়েছেন, তা প্রশংসার দাবি রাখে।”
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জুলাই ফাউন্ডেশনের ভেরিফিকেশন প্রধান মোঃ হারুন-অর-রশিদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ার, আহত শিক্ষার্থীরা ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :