
মোঃজাওয়াদ, বাইগারটেক, ঢাকা
ঢাকার সাভারে জান্নাত জাহান শিফা (২৩) নামের এক মেয়ে তার বাবা মো. আব্দুস সাত্তারকে (৫৬) কুপিয়ে হত্যা করে ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার ভোরে সাভারের মজিদপুর এলাকার একটি ভবনের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ানোর পর তিনি ঘুমিয়ে পড়লে ভোর ৪টার দিকে শিফা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করেন। ঘটনার পর নিজেই পুলিশে ফোন করে হত্যার কথা স্বীকার করেন।
স্থানীয়দের মতে, ওই ফ্ল্যাটে শিফা ও আরও দুজন মেয়ে ভাড়া থাকতেন এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আব্দুস সাত্তার এসব কাজে বাধা দিলে তার মেয়ে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করেন।
																			
										
																প্রতিবেদকের নাম								 














