পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীর হামলায় দুই বিজিবি সদস্য আহত


dailymukti24 প্রকাশের সময় : মে ১৮, ২০২৫, ৫:৩০ অপরাহ্ন /
পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীর হামলায় দুই বিজিবি সদস্য আহত
মাজারুল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল চোরাকারবারি। জব্দকৃত মটরসাইকেল ছিনিয়ে নিতে তারা হামলা চালায়। হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন- শ্রী অনুপ কুমার ও মনিরুজ্জামান।

শনিবার (১৮ মে ) রাত ১ টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা যায়, নাজিরগোমানী বিওপির সদস্যরা সীমান্তের ৮৬৩-৩ মেইন পিলারের মধ্যবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় গোপন সুত্রে খবর পায় সীমান্ত দিয়ে চোরাকারবারীরা মাদক পাচার করছে মটরসাইকেল যোগে। এ সময় বিজিবিরা তাদের চ্যালেঞ্জ করলে মটরসাইকেল ফেলে মাদক নিয়ে পালিয়ে যায়। মটরসাইকেল জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলায় চালায় চোরাকারবাীর ১০/১৫ জনে একটি সংঘবদ্ধ দল ।

হামলার ঘটনাটি নিশ্চিত করেছে ৬১ বিজিবির নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান, তিনি আরো জানিয়েছেন হামলার এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।