লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়েছে একদল চোরাকারবারি। জব্দকৃত মটরসাইকেল ছিনিয়ে নিতে তারা হামলা চালায়। হামলায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন- শ্রী অনুপ কুমার ও মনিরুজ্জামান।
শনিবার (১৮ মে ) রাত ১ টার দিকে পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে এ ঘটনা ঘটে।
জানা যায়, নাজিরগোমানী বিওপির সদস্যরা সীমান্তের ৮৬৩-৩ মেইন পিলারের মধ্যবর্তী এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় গোপন সুত্রে খবর পায় সীমান্ত দিয়ে চোরাকারবারীরা মাদক পাচার করছে মটরসাইকেল যোগে। এ সময় বিজিবিরা তাদের চ্যালেঞ্জ করলে মটরসাইকেল ফেলে মাদক নিয়ে পালিয়ে যায়। মটরসাইকেল জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলায় চালায় চোরাকারবাীর ১০/১৫ জনে একটি সংঘবদ্ধ দল ।
হামলার ঘটনাটি নিশ্চিত করেছে ৬১ বিজিবির নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার হাসিবুর রহমান, তিনি আরো জানিয়েছেন হামলার এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :