রাজধানীর কচুক্ষেত ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর


dailymukti24 প্রকাশের সময় : মে ১৮, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন /
রাজধানীর কচুক্ষেত ও আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ: আইএসপিআর

মো: জাওয়াদ | ঢাকা | 
রাজধানীর কচুক্ষেত ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে রবিবার (১৮ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার সন্ধ্যায় পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, “সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা বজায় রাখতে” এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকা:

  • বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়
  • বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন অঞ্চল
  • বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত এলাকা
  • সৈনিক ক্লাব মোড়
  • ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও আশপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলসমূহ

আইএসপিআর জানায়, এসব এলাকায় যেকোনো ধরনের জনসমাবেশ, শোভাযাত্রা কিংবা প্রতিবাদ কর্মসূচি আপাতত কঠোরভাবে নিষিদ্ধ। সাধারণ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

রাজধানীতে নিরাপত্তা জোরদার
এদিকে, নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোতে ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকলেও জনসমাগম এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং গোয়েন্দা সংস্থাগুলোর নিরাপত্তা সতর্কবার্তার ভিত্তিতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। যদিও আইএসপিআর আনুষ্ঠানিকভাবে এর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি।

নাগরিকদের উদ্দেশ্যে আইএসপিআর বলেছে, “নিরাপত্তার স্বার্থে সরকারি নির্দেশনা মেনে চলা সকলের নাগরিক দায়িত্ব।”