নড়াইলে রেললাইনের পাশে যুবকের মরদেহ: তথ্যপ্রযুক্তিতে মিলল পরিচয়


dailymukti24 প্রকাশের সময় : মে ১৯, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন /
নড়াইলে রেললাইনের পাশে যুবকের মরদেহ: তথ্যপ্রযুক্তিতে মিলল পরিচয়

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকা এক অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে। সোমবার (১৯ মে) দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর মরদেহটির পরিচয় শনাক্ত করে।

নিহতের নাম সোহানুর রহমান সজীব (২০)। তিনি জামালপুর সদর উপজেলার ডেফুলীবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলাম বাচ্চুর ছেলে।

জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে লোহাগড়ার সারুলিয়া গ্রামের পাশ দিয়ে যাওয়া ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে।

পরিচয় অজ্ঞাত থাকায় পরে যশোর পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে এসে তথ্যপ্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তে কাজ শুরু করে এবং তা নিশ্চিত করতে সক্ষম হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে পিবিআই ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। যেহেতু মরদেহটি রেলওয়ের জমিতে পাওয়া গেছে, তাই জিআরপি খুলনা থানাকে অবহিত করা হলে তারা এসে মরদেহটি নিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জিআরপি।”