পেনশনারদের জন্য বিমান বাহিনীর ডিজিটাল উপহার


dailymukti24 প্রকাশের সময় : মে ২০, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ন /
পেনশনারদের জন্য বিমান বাহিনীর ডিজিটাল উপহার

মোঃ জাওয়াদ, ঢাকা প্রতিনিধি –
বাংলাদেশ বিমান বাহিনী রেকর্ড অফিসে আজ এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদের জন্য “পেনশনার সল্যুশন” নামক একটি অত্যাধুনিক ওয়েব পোর্টালের উদ্বোধন করা হয়েছে। এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোর্টালটির উদ্বোধন করেন।

বিমান বাহিনীর প্রযুক্তিগত উৎকর্ষতার ধারাবাহিকতায় এই পোর্টাল প্রবর্তনের মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য পেনশন-পরবর্তী সেবাসমূহ সহজ, দ্রুত ও অনলাইনে প্রদানের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি নিজস্ব জনবল দ্বারা নির্মিত এ ওয়েব পোর্টালটি অবসরপ্রাপ্ত বিমানসেনা ও এমওডিসিদের সেবাদানে এক নতুন যুগের সূচনা করবে বলে জানান বিমান বাহিনী প্রধান।

ওয়েব পোর্টালের মাধ্যমে নিবন্ধন ও লগইনের পর ব্যবহারকারীরা দেশের যেকোনো স্থান থেকে স্বশরীরে উপস্থিত না হয়েও পেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে—নথিপত্র যাচাই, কাগজপত্র ডাউনলোড, সনদপত্র প্রাপ্তি ও স্ট্যাটাস আপডেট জানা। এছাড়াও এই পোর্টাল ভয়েস মেসেজ ও লিখিত বার্তার মাধ্যমে সরাসরি লাইভ সেবা প্রদানেও সক্ষম, যা ডিজিটাল সেবার ক্ষেত্রে একটি অনন্য সংযোজন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, “এই পোর্টাল অবসরপ্রাপ্ত সদস্যদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বিমান বাহিনীর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও আত্মনির্ভর করবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, আমন্ত্রিত ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকুরিরত ও অবসরপ্রাপ্ত বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, “বাংলাদেশ বিমান বাহিনীর এই যুগোপযোগী পদক্ষেপ ডিজিটাল বাংলাদেশ গঠনে একটি মাইলফলক। এটি ভবিষ্যতের সরকারি সেবাদানে একটি রোল মডেল হিসেবে কাজ করবে।”