ইশরাকের শপথে আইনগত বাধা নেই


dailymukti24 প্রকাশের সময় : মে ২২, ২০২৫, ৪:৪১ অপরাহ্ন /
ইশরাকের শপথে আইনগত বাধা নেই

মোঃ জাওয়াদ, ঢাকা
হাইকোর্ট বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেন।

এই রায়ের ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা রইলো না।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ফল বাতিল চেয়ে মামলা করেন।

২০২৫ সালের ২৭ মার্চ নির্বাচন ট্রাইব্যুনাল তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন এবং ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন। নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

এরপর ১৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী ও ডিএসসিসি বাসিন্দা মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন, যাতে গেজেট বাতিল এবং ইশরাকের শপথ গ্রহণে নিষেধাজ্ঞা চাওয়া হয়। আজ হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়েছেন।

এই রায়ের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইশরাক হোসেনের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে উদ্যোগ নেবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

ইশরাক হোসেন তার ফেসবুক পেজে আন্দোলনকারিদের উদ্দেশ্যে লিখেছেন -আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বস করা যায় আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদদতাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না , আরও বিস্তৃত করতে হবে ।