ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
চাকুরী জাতীয়করণের দাবিতে নকল নবীদের মানববন্ধন

চাকুরী জাতীয়করণের দাবিতে নকল নবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট:
নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুর ১২টায় মানববন্ধন করেন জেলার বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশগণ। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা  বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে স্বল্প আয় ও অনিশ্চয়তা নিয়ে কাজ করছেন। সরকারি সুযোগ-সুবিধার বাইরে থেকে তারা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন না। বক্তারা আরও বলেন, ভূমি রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ এই অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

এ সময় তুষভান্ডার সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশ শাহনাজ পারভীন জানান, আমরা দীর্ঘদিন ধরে চাকুরী জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছি। সরকারপক্ষের আশ্বাসের ভিত্তিতে কঠোর আন্দোলনের ডাক না দিয়ে আমরা আমাদের আন্দোলন চলমান রেখেছি। আমাদের এ আন্দোলন কর্মসূচি নকল নবিশদের চাকুরী জাতীয়করণের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নকল নবীশদের আন্দোলনে নেতৃত্ব দেয়া আল আমিন জানান, সরকার আশস্ত করেছেন।  আমরা আশা করি দ্রুত নকল নবীশদের চাকরি করনের মাধ্যমে এ সমস্যার সমাধান করেবেন সরকার।

ট্যাক
সর্বাধিক জনপ্রিয়

চাকুরী জাতীয়করণের দাবিতে নকল নবীদের মানববন্ধন

আপডেট সময় ০১:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

নিজস্ব প্রতিনিধি, লালমনিরহাট:
নকল নবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৃহস্পতিবার দুপুর ১২টায় মানববন্ধন করেন জেলার বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশগণ। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা  বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এই মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, তারা দীর্ঘদিন ধরে স্বল্প আয় ও অনিশ্চয়তা নিয়ে কাজ করছেন। সরকারি সুযোগ-সুবিধার বাইরে থেকে তারা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাচ্ছেন না। বক্তারা আরও বলেন, ভূমি রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ এই অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় তাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।

এ সময় তুষভান্ডার সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশ শাহনাজ পারভীন জানান, আমরা দীর্ঘদিন ধরে চাকুরী জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছি। সরকারপক্ষের আশ্বাসের ভিত্তিতে কঠোর আন্দোলনের ডাক না দিয়ে আমরা আমাদের আন্দোলন চলমান রেখেছি। আমাদের এ আন্দোলন কর্মসূচি নকল নবিশদের চাকুরী জাতীয়করণের আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নকল নবীশদের আন্দোলনে নেতৃত্ব দেয়া আল আমিন জানান, সরকার আশস্ত করেছেন।  আমরা আশা করি দ্রুত নকল নবীশদের চাকরি করনের মাধ্যমে এ সমস্যার সমাধান করেবেন সরকার।