তানিম সাহা, ড্যাফোডিল প্রতিনিধি-
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাবের (ডিআইইউসেক) উদ্যোগে আজ ২৩ মে ২০২৫, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ডিআইইউ ব্রেকআউট অ্যালগরিদম প্রোগ্রামিং কনটেস্ট, স্প্রিং ২০২৫’। এই প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়, যার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কোডিং দক্ষতা ও সমস্যা সমাধানের ক্ষমতা যাচাই এবং বিকাশ ঘটানো।
প্রতিযোগিতা শুরু হয় সকাল ৯টায় এবং চলে টানা তিন ঘণ্টা। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অনুষদের (এফএসআইটি) শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট ও খাবার বিতরণ করা হয়, যা আয়োজনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকদের ভাষ্য মতে, “ব্রেকআউট অ্যালগরিদম প্রোগ্রামিং প্রতিযোগিতা একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। শিক্ষার্থীদের মাঝে এটি শিক্ষামূলক ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।” তারা আরও জানান, এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করা হবে যাতে সমস্যা সমাধান এবং প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ গড়ে ওঠে।
প্রতিযোগিতা শেষে ফ্যাকাল্টি, অতিথি এবং বিচারকরা অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়।
আপনার মতামত লিখুন :