সুনামগঞ্জ
সুনামগঞ্জে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস পালিত হয়েছে। শুক্রবার (২৩ মে ২০২৫) সকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের হলরুমে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সৈয়দ ইমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশারফ হোসেন বলেন,
“সুনামগঞ্জ একটি সম্ভাবনাময় কৃষিভিত্তিক জেলা। এখানে প্রযুক্তিনির্ভর মাশরুম চাষ লাভজনক ও পুষ্টিকর, যা ইসলামের দৃষ্টিতেও হালাল। বাড়ির আঙিনায় কিংবা উন্মুক্ত স্থানে মাশরুম চাষ করে কৃষকেরা নিজে উপকৃত হবেন এবং বাজারজাত করে অর্থনৈতিকভাবে লাভবানও হবেন।”
সভায় আরও বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ অফিসার মোঃ আনোয়ার হোসেন, উদ্ভিদ বিজ্ঞানী মোঃ আবু সাঈদ, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রাকিবুল আলম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
বক্তারা বলেন, বর্ষায় হাওর অঞ্চলে জমিতে পানি থাকায় বাড়ির আশপাশে বিকল্প জায়গা খুঁজে মাশরুম চাষের পরামর্শ দেন। মাশরুমকে একটি সম্ভাবনাময় পুষ্টিকর খাবার হিসেবে তুলে ধরার মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করার প্রত্যাশা জানানো হয়।
আপনার মতামত লিখুন :