মোঃ জাওয়াদ, ঢাকা–
২৬ মে ২০২৫, সোমবার সকালে রাজধানীর কুর্মিটোলা সেনানিবাস সংলগ্ন ৩০০ ফিট সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৯ বীরের লেফটেন্যান্ট ইসতিয়াক নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার আরও তিনজন কোর্সমেট গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সেনাবাহিনীর একটি সূত্রে জানা যায়, সকালে একটি সামরিক টহলযান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই লেফটেন্যান্ট ইসতিয়াক গুরুতর আহত হন। দ্রুত তাকে ও আহত সেনাসদস্যদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
লেফটেন্যান্ট ইসতিয়াকের মরদেহ বর্তমানে সিএমএইচ মর্গে রাখা হয়েছে এবং আনুষ্ঠানিক সামরিক মর্যাদায় তার দাফনের প্রস্তুতি চলছে।
সেনাবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
এই অকাল মৃত্যুর ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :