লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের প্রতিবন্ধী ইউসুফ আলী মঙ্গলবার (২৭ মে) সকালে ঘর নির্মাণের জন্য একতা যুব সমাজকল্যাণ সংস্থা থেকে টিন সহায়তা পেয়েছেন। ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও সমাজসেবক মমতাজ আলী শান্তর আর্থিক সহায়তায় এই সহযোগিতা বাস্তবায়ন হয়।
ঘটনার দিন সকাল ১১টার দিকে সংগঠনটির কার্যালয়ে ইউসুফের হাতে টিন তুলে দেন একতা যুব সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোঃ সহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোকলেছের রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম রতন, শিক্ষা বিষয়ক সম্পাদক কহিনুর ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক জুয়েল ইসলাম।
টিন পেয়ে আবেগে কেঁদে ফেলেন ইউসুফ আলী। তিনি বলেন, “একমাস আগে ঝড়ে আমার ঘর উড়ে গিয়েছিল। কেউ খোঁজ নেয়নি। একতা যুব সমাজকল্যাণ সংস্থাসহ যারা আমাকে সহায়তা করেছেন, তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করুন।”
স্থানীয়রা জানান, সংস্থাটি দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে। তাদের অবদান এলাকার মানুষ কৃতজ্ঞতার সঙ্গে মনে রাখে।
সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম বলেন, “অসহায় মানুষের দুঃখ হৃদয়কে নাড়া দেয়। আমাদের সংগঠন সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করে। ইউসুফ আলীর ঘর নির্মাণে সব ধরনের সহযোগিতা করা হবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, একতা যুব সমাজকল্যাণ সংস্থা প্রতিবন্ধী, গরিব, এতিম ও হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা দিয়ে আসছে প্রতিষ্ঠালগ্ন থেকে।
আপনার মতামত লিখুন :